পাকিস্তানের হাব শহরে নির্বাচনি সহিংসতায় নিহত ২

পাকিস্তানের বেলুচিস্তানের হাব শহরে ভোট পুনরায় গণনার সময় সহিংসতার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরটির রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

ভোট গণনার সময় বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ বাঁধলে এই হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেছেন, হাব আসনে (পিবি-২১)বেসরকারি ফলাফল অনুসারে ৩০ হাজার ৯১০ ভোট পেয়ে নিজেকে বিজয়ী দাবি করেছেন বিএপির প্রার্থী সরদার মোহাম্মদ সালেহ ভুতানি। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির আলী হাসান জেহরি। জেহরি ওই আসনের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ভোট পুনরায় গণনার দাবি করেছিলেন।

পিপিপি প্রার্থীর অভিযোগে পিবি-২১-এর ফলাফল স্থগিত করে এবং ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

ভোট পুনরায় গণনার সময় উভয় পক্ষের প্রার্থীর সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

প্রথম ধাপে নয়টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হয়েছিল। তবে অন্যান্য ৩০ কেন্দ্রের ভোট পুনরায় গণনার সময় স্বাস্থ্যগত কিছু সমস্যার কারণে অফিসারকে হাসপাতালে নেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, তখন উভয় পক্ষের সমর্থকরা সিভিক সেন্টারে প্রবেশের চেষ্টা করে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। এতে এসব হতাহতের ঘটনা ঘটে।