ঋণ দেওয়ার আগে ভোটের ফল খতিয়ে দেখতে আইএমএফ’কে ইমরানের চিঠি

ঋণ দেওয়ার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচন প্রক্রিয়া নিরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। নির্বাচনের ফলাফল খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই চিঠি দিয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।

পাকিস্তানকে ১৯০ মিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার শুনানির সময় আদিয়ালা কারাগার থেকে ইমরান খান সংবাদমাধ্যমে বলেন, চিঠি লেখা হয়েছে। আজই সেটা আইএমএফ’কে পাঠানো হবে। এমন পরিস্থিতিতে দেশ যদি ঋণ পায়, তাহলে কে এই ঋণ পরিশোধ করবে?

দেশের বর্তমান পরিস্থিতিতে ঋণের প্রভাব কেমন হতে পারে সেই বিষয়ে সতর্ক করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই ঋণ দেশকে আরও দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে। যা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে।

কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরেকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আইএমএফ।

এদিকে, সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, এই চিঠির কোনও গুরুত্ব নেই। পিটিআই প্রতিষ্ঠাতা যদি দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে লিখে থাকেন, তবে তা নিন্দনীয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান গত বছর আইএমএফ থেকে একটি স্বল্পমেয়াদি ঋণ পেয়েছিল। এটি আগামী মাসে শেষ হয়ে যাবে। এখন এই ঋণটা নতুন প্রশাসনের জন্য সুখকর হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও তাদের মিত্ররা জোট সরকার গঠনের জন্য চুক্তি করেছে। এদিকে পিটিআই ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে তারা।