নৌপ্রধানকে বরখাস্ত করার খবর নিয়ে মন্তব্যে অস্বীকৃতি ক্রেমলিনের

নৌপ্রধানকে বরখাস্ত করার খবর নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। সোমবার (১১ মার্চ) একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় একাধিক যুদ্ধজাহাজ হারানোর পর রাশিয়া রুশ নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফকে বরখাস্ত করেছে এমন গুঞ্জন ওঠেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

সপ্তাহান্তে রুশপন্থি ইজভেস্টিয়া সংবাদপত্রসহ বেশ কয়েকটি নিউজ আউটলেট বলেছে, অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভের স্থলাভিষিক্ত হয়েছেন নর্দার্ন ফ্লিট কমান্ডার আলেকজান্ডার মোইসিয়েভ।

রিপোর্ট করা নিয়োগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে রাশিয়া। এ বিষয়টি সাধারণত প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে ঘোষণা করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘এখানে গোপনীয় লেবেলযুক্ত ডিক্রি রয়েছে, সেগুলো সম্পর্কে আমি মন্তব্য করতে পারি না। এই বিষয়ে কোনও পাবলিক ডিক্রি ছিল না।’

৬১ বছর বয়সী ইয়েভমেনভ ২০১৯ সালের মে মাসে সালে নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। তার অপসারণের বিষয়টি নিশ্চিত হলে এটি হবে রাশিয়ার সামরিক উচ্চপদে সবচেয়ে বড় ধাক্কা। এর আগে, গত বছর মহাকাশ বাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করার হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত সপ্তাহে একটি সামরিক টহল নৌকাসহ দুই ডজনেরও বেশি রুশ জাহাজ ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।