আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ওই ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, কান্দাহারে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

সকাল ৮টায় কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে ঘটনাটি ঘটেছে।  অপেক্ষায় থাকা কিছু মানুষকে লক্ষ্য করেই বোমা হামলাটি করা হয়েছে।

সামাঙ্গানি বলেন, আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শঙ্কার কোনও কারণ নেই।

তালেবান কর্মকর্তারা আংশিকভাবে নিশ্চিত করে জানিয়েছে, এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেননি। ১১ মার্চে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে।

তবে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যাইহোক, তবুও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি রয়েছে।

কাবুল আফগানিস্তানের রাজধানী হলেও তালেবান কর্তৃপক্ষের কেন্দ্রস্থল হলো কান্দাহার। সেখানেই তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বাস করেন। ২০২১ সালের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে তালেবান।