রুশ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের

রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইউক্রেন। কনস্ট্যান্টিন ওলশানস্কি নামের ইউক্রেনের ওই যুদ্ধজাহাজটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নিয়েছিল। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জাতীয় টেলিভিশনে প্লেটেনচুক বলেছেন, ‘জাহাজটি বর্তমানে যুদ্ধে অংশ নিতে সক্ষম নয়।’

তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে ক্রিমিয়ার উপদ্বীপ দখল করে রাশিয়া। তখন ইউক্রেনের নৌবাহিনীর অধিকাংশ সরঞ্জামের সঙ্গে কনস্টান্টিন ওলশানস্কিকেও দখল করে নিয়ে যায়।

প্লেটেনচুক বলেছিলেন, ‘এটিকে ইতোমধ্যেই সংস্কার করা হয়েছে এবং এটিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছিলো। তাই দুর্ভাগ্যবশত এটিকে আঘাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এই যুদ্ধজাহাজটিকে আঘাত করার জন্য ইউক্রেনের তৈরি নেপচুন জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

দক্ষিণাঞ্চলের কিছু স্থান রাশিয়ার দখলে থাকা সত্ত্বেও কৃষ্ণ সাগরের কয়েকশ কিলোমিটার উপকূলরেখা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির কাছে বড় কোনও যুদ্ধজাহাজ নেই।

তবে সাম্প্রতিক মাসগুলোতে ক্ষেপণাস্ত্র বা সমুদ্রবাহিত ড্রোন ব্যবহার করে রাশিয়ার দখলকৃত কৃষ্ণসাগর এলাকায় ধারাবাহিক সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।

রোববার ক্রিমিয়ায় আরও দুটি রুশ যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।