শ্রীলঙ্কায় ন্যূনতম মজুরি ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন

ন্যূনতম মজুরি ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। মঙ্গলবার (২৬ মার্চ) এ অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগ্রামরত কর্মীদের সমর্থন করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদের মুখপাত্র এবং পরিবহণ মন্ত্রী বন্দুলা গুণবর্ধন বলেছেন, চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ১৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় দৈনিক মজুরিও ২০০ রুপি বৃদ্ধি করা হবে।

সাম্প্রতিক এক সরকারি তথ্য দেখা যায়,মোট জনসংখ্যার ২০ শতাংশ দরিদ্র মানুষের মাসিক আয় ১৭ হাজার ৫৭২ রুপি। সঙ্কটের কারণে ৯০ শতাংশ পরিবারের সামগ্রিক ব্যয় বেড়েছে।

২০২২ সালে শুরুর দিকে শ্রীলঙ্কার অর্থনীতিতে ধস নামে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড কমে যায়। যার ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ঘটে। সেই সাথে বৈদেশিক ঋণ খেলাপি দেশে পরিণত হয় শ্রীলঙ্কা।

সম্প্রতি দেশটিকে ২৯০ কোটি ডলার ঋণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দাতা সংস্থাটির ঋণ নিয়ে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। বর্তমানে এর জনসংখ্যা ২ কোটি ২০ লাখ। ফেব্রুয়ারিতে দেশটির মুদ্রাস্ফীতি ৫.৯ শতাংশে নেমে আসে।

জ্বালানি মূল্য বৃদ্ধি এবং জানুয়ারিতে ৩ শতাংশ বিক্রয় কর বৃদ্ধির ফলে দেশটিতে জীবনযাত্রার মান বেড়ে যায়।