মালয়েশিয়ায় ইসরায়েলিকে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার তিন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক ইসরায়েলি ব্যক্তিকে অস্ত্র সরবরাহের সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার (৩০ মার্চ) জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক রাজরুদিন হোসেন শনিবার রয়টার্সকে বলেন, এক বিবাহিত দম্পতিসহ তিন মালয়েশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র সরবরাহ এবং ইসরায়েলি সন্দেহভাজনদের ড্রাইভার হিসাবে কাজ করার সন্দেহে তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

 রাজারুদ্দিন শুক্রবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে জানান, ৩৬ বছর বয়সী ওই সন্দেহভাজনকে কাছে ছয়টি হ্যান্ডগান এবং ২০০টি গুলি ছিল। ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি।

রাজারুদিন জানিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি একটি ইসরায়েলি পাসপোর্ট বের করেছেন।

সন্দেহভাজন ব্যক্তি কর্তৃপক্ষকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে অন্য ইসরায়েলি নাগরিককে খুঁজে বের করতে মালয়েশিয়ায় এসেছেন।

রাজারুদিন বলেন, আমরা তার কথা বিশ্বাস করি না। কারণ তার অন্য কোনও অ্যাজেন্ডা থাকতে পারে।

এই ঘটনার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের ব্যক্তিত্বদের জন্য নিরাপত্তা জোরদার করে সতর্কতা জারি করেছেন।

মালয়েশিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। তাই সিঙ্গাপুরে ইসরায়েলি দূতাবাসে এ বিষয়ে জানতে চাইলে কোনও সাড়া দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

২০১৮ সালে কুয়ালালামপুরে একজন ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করেছিল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। হামাসের পরামর্শে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসেছিল তারা।