জাপান সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট

জাপান সফর করবেন ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো। আগামী ২-৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। সোমবার (১ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার পর টোকিও সফর করবেন প্রাবোও। প্রায় দুই মাস হলো দেশটির বর্তমান নেতা জোকো উইডোডোর উত্তরাধিকারী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে চীনেই তার প্রথম সফর।

একটি নিয়মিত সংবাদ সম্মেলনে হায়াশি বলেছেন, এই সফর একাধিক ক্ষেত্রে জাপান এবং ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

জাপানের জিজি নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সাবেক স্পেশাল ফোর্সের কমান্ডার এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারার সঙ্গেও দেখা করার পরিকল্পনা করছেন।