ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজ্যটির রাজধানী পাটনায় এই ঘটনা ঘটেছে। সত্য প্রকাশ নামের এক দমকল কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই খবর জানিয়েছে।

রেস্তোরাঁয় রান্না করার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় এবং তা শিগগিরই ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সত্য প্রকাশ। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

সত্য প্রকাশ বলেন, আগুন ছড়িয়ে পড়লে হোটেলের কয়েকজন অতিথি রুম থেকে বের হওয়ার জন্য জানালা দিয়ে লাফ দেন। এতে তারা আহত হন।

হোটেলটি পাটনার রেলস্টেশনের পাশে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এ ঘটনায় হোটেলে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

ভারতে অগ্নিকাণ্ড একটি সাধারণ ঘটনা। ২০১৯ সালে ভারতের রাজধানীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ভবন পুড়ে ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

২০২২ সালে দিল্লির একটি চারতলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল অন্তত ২৭ জন।