কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০

কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রাগার বিস্ফোরণে ২০ জন সেনা নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফেসবুকে এই বিস্ফোরণের কারণ উল্লেখ না করে তিনি বলেন, এই খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি।

নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য টাকা প্রদান করবে। এছাড়া, নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে কম্বোডিয়া সরকার।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।