সীমানারেখা অতিক্রম উ.কোরিয়ার সেনাদের, সতর্কতামূলক গুলি চালালো দ.কোরিয়া

দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় সামরিক সীমানা রেখা অতিক্রম করেছে উত্তর কোরিয়ার সেনারা। এর পরপরই সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার (১৮ জুন) সকালে ডিমিলিটারাইজড জোনে (ডিএসজেড) এই ঘটনা ঘটেছে।  দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জেসিএস কর্মকর্তার মতে, প্রায় ২০ থেকে ৩০ জন সেনা ডিমিলিটারাইজড জোনের (ডিএসজেড) এর মাঝখান দিয়ে ২০ মিটার (৬৫ ফুট) সীমানা রেখা লঙ্ঘন করেছে। তখন দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি চালালে উত্তর কোরিয়ায় ফিরে যায় তারা।

ইয়োনহাপ নিউজ এজেন্সি বলছে, সেনারা ইচ্ছাকৃতভাবে এই সীমানা লঙ্ঘন করেছে বলে মনে করছে না জেসিএস। কেননা, ডিএমজেড এলাকায় কাজ করার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে একাধিকবার হতাহতের শিকার হয়েছে তারা।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এপ্রিল থেকে সামনের সারির এলাকায় সেনা মোতায়েন ও ল্যান্ডমাইন পোতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন জেসিএস কর্মকর্তা। বাসিন্দারা যাতে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে নিরাপত্তা আরও জোরদার করছে উত্তর কোরিয়া।

তিনি বলছেন, ‘দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সামনের সারির এলাকায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কার্যকলাপের পাশাপাশি জাতিসংঘের কমান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

জেসিএস প্রকাশিত ছবিতে উত্তর কোরিয়ার সেনাদের দুটি দলকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী রেললাইন বরাবর লাইন অপসারণ ও কৌশলগত রাস্তাগুলোতে আরও শক্তিশালী করতে এবং ল্যান্ডমাইন পুতে রাখতে দেখা গেছে।

এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।