ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৫

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে একটি অবৈধ সোনার খনি ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও সাতজন। তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে সোলোক জেলার একটি অবৈধ সোনার খনি ধসে পড়ে।

তিনি আরও  বলেছেন,ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আট ঘণ্টা হেঁটে যেতে হয়েছে উদ্ধারকারীদের। কারণ সড়কপথে সেখানে পৌঁছানো সম্ভব নয়।

ইরওয়ান এফেন্দি বলেন, নিহতদের সবাই মূলত স্থানীয় বাসিন্দা, যারা হাতে করে সোনা উত্তোলন করেন।

ইরওয়ান ধারণা করছেন, ঘটনার সময় খনিটিতে প্রায় ২৫ জন কাজ করছিলেন।

শুক্রবার সকালে নিখোঁজদের খুঁজে বের করতে এবং মৃতদেহ উদ্ধার করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং সামরিক বাহিনী।

ইন্দোনেশিয়ায় খনিগুলোর পরিসর ছোট এবং অবৈধ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদের এই খনিগুলো দুর্গম এলাকায় হওয়ায় সেগুলো নিয়ন্ত্রণে রাখা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।