শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত

এক শতাব্দী আগে, তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর, এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষার দেখলো দক্ষিণ কোরিয়া। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা নাগাদ রাজধানী সিউলে ১৬ দশমিক ৫ সেন্টিমিটার (৬ দশমিক ৫ ডিগ্রি) তুষারপাত রেকর্ড করা হয়েছে। চলতি বছরের শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকে পর্যটকরা। ছবি: ইপিএ

কোরিয়া আবহাওয়া প্রশাসন বলেছে, এর আগে ১৯৭২ সালের ২৮ নভেম্বর সিউলে সর্বোচ্চ ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়, যা ছিল ১৯০৭ সালে তুষারপাত রেকর্ড শুরু হওয়ার পর, সবচেয়ে ভারী তুষারপাতের ঘটনা। এবার ২০২৪ সালের নভেম্বরের প্রথম তুষারপাত এই রেকর্ড ভেঙে দিলো।

আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ছবি: এপি

তুষারঝড়ের কারণে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে অন্তত ২২০টি স্থগিত হয়েছে। প্রায় ৯০টি ফেরিকে বন্দরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে শত শত হাইকিং ট্রেইল।

বরফে ঢাকা সাইকেল। ছবি: এপি

সিউলে সকালে রাস্তায় বরফ জমে যান চলাচল ধীর হয়ে গেছে। দেশজুড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ ও বরফ সরানোর কাজ করছেন জরুরী কর্মীরা।

উৎসবের আয়োজন করছেন দক্ষিণ কোরিয়ার বুদ্ধ ধর্মাবলম্বীরা। ছবি: ইপিএ

ট্র্যাফিক দুর্ঘটনা ও অন্যান্য তুষার-সম্পর্কিত ঘটনা এড়াতে সব জরুরি পরিষেবার কর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকে থাই পর্যটকরা। ছবি: ইপিএ

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তুষার-সম্পর্কিত ক্ষয়ক্ষতি ও অসুবিধা এড়াতে কর্মকর্তাদের জনসাধারণের কাছে আবহাওয়া ও ট্র্যাফিক তথ্য দ্রুত পৌঁছানোর নির্দেশও দিয়েছেন তিনি।

সড়কে যান চলাচলে ধীরগতি ছবি: ইপিএ

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ঝড়টি মধ্য, পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ অংশকে ১০ থেকে ২৩ সেন্টিমিটার তুষারের চাদরে ঢেকে দিয়েছে।

আর পূর্বাঞ্চলীয় হংচেওন শহরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

তুষারে ঢাকা একটি ফল। ছবি: এপি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ স্থানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে।