কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে বলে আজারবাইজানের তদন্ত সংশ্লিষ্ট চারটি সূত্র নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে এমব্রায়ার এয়ারলাইনের যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত হন। মস্কো সম্প্রতি ওই অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।
ফ্লাইট জেটু-৮২৪৩ আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি যাওয়ার পথে কয়েকশ মাইল দূরে কাস্পিয়ান সাগরের অপর প্রান্তে বিধ্বস্ত হয়। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, যা সম্ভবত পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ঘটতে পারে।
উড়োজাহাজটি কেন সাগর পার হয়ে বিপরীত দিকে চলে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, চলতি মাসে ইউক্রেনীয় ড্রোন হামলা দক্ষিণ রাশিয়ার চেচনিয়া অঞ্চলে আঘাত করার পর এই দুর্ঘটনা ঘটলো। বুধবার সকালে উড়োজাহাজের রুটে সবচেয়ে নিকটবর্তী রুশ বিমানবন্দরটি বন্ধ ছিল।
রাশিয়া, আজারবাইজান ও কাজাখস্তানের কর্মকর্তারা দুর্ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছেন।