উত্তর কোরিয়া একাধিক অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। একই দিন সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, হুয়াংহে প্রদেশ থেকে পশ্চিম সাগর (ইয়েলো সি) অভিমুখে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জেসিএস'র বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নজরদারি জোরদার করবে এবং পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে।
যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় কয়েক হাজার সেনা মোতায়েন করে রেখেছে এবং দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া আয়োজন করে, যা তারা প্রতিরক্ষামূলক বলে দাবি করে।
তবে, উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে এবং এর বিরুদ্ধে অস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। সোমবারই উত্তর কোরিয়া এই মহড়াকে ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করে এবং যুদ্ধের ঝুঁকি বাড়ার সতর্কতা জানায়।
পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, এটি একটি বিপজ্জনক উসকানিমূলক কর্মকাণ্ড, যা দুর্ঘটনাবশত যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াটি ২০ মার্চ পর্যন্ত চলবে। এই মহড়ায় লাইভ, ভার্চুয়াল ও মাঠভিত্তিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। গত ৬ মার্চ দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রশিক্ষণ চলাকালে ভুলবশত একটি গ্রামে আটটি বোমা ফেলে। এ ঘটনায় ৩১ জন আহত হয়েছেন, যার মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীরা রয়েছেন।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে। গত বছর উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন। ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে রয়েছে।
‘ফ্রিডম শিল্ড’ মহড়া দুই দেশের বার্ষিক বৃহত্তম যৌথ সামরিক মহড়াগুলোর মধ্যে একটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘আক্রমণাত্মক ও সংঘাতমুখী যুদ্ধের মহড়া’ বলে অভিহিত করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনীর বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে ভ্রমণ করায় পিয়ংইয়ং ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাজনৈতিক ও সামরিক উসকানি’ দেওয়ার অভিযোগ তোলে।