মহাকাশে খনিজসম্পদ আহরণ করবে চীনা রোবট

চীনের বিজ্ঞানীরা মহাকাশে খনিজ সম্পদ আহরণের জন্য বিশেষ রোবট তৈরির কাজ করছেন। এই রোবটগুলো মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে কাজ করতে পারবে।

চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির গবেষকরা মহাকাশের পরিবেশের মতো সিমুলেশন তৈরি করার জন্য বিশেষ প্রশিক্ষণ ক্ষেত্র তৈরি করেছেন। অধ্যাপক লিউ সিনহুয়া তার গবেষণাগারে রোবটগুলোর প্রাথমিক প্রশিক্ষণের জন্য বিশেষ বালির বাক্স তৈরি করেছেন।

চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগী অধ্যাপক হুয়া তেচেং বলেন, আমাদের তৈরি সেটআপে গ্রহাণু এবং মহাকাশের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। যেমন গ্রহাণুর উপরিভাগ, যা আলগা মাটি ও পাথরে ভরা।

এই কৃত্রিম পরিবেশে কঠিন প্রশিক্ষণ দিয়ে রোবটগুলোকে তৈরি করা হয়েছে। রোবটগুলো এখন কঠিন জায়গাতেও কাজ করতে পারে। এদের ছয়টি পা ও বিশেষ যন্ত্র থাকায়, উঁচু-নিচু জায়গায় চলতে পারে এবং প্রয়োজনে আকার পরিবর্তন করে কাজ করতে পারে।

সূত্র: সিএমজি