করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। 

সূত্রের বরাতে মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে নবাবশাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর করাচিতে প্রেসিডেন্ট জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম হুসাইন বিবৃতিতে জানান, একাধিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে জারদারি কোভিড-১৯ পজিটিভ। 

ডা. হুসাইন বলেন, প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাকে এই সময় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল তার দেখাশোনা করছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।

সকালে সিন্ধুর সিনিয়র মন্ত্রী শরজিল ইনাম মেমন বলেছেন, প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তাকে চিকিৎসার জন্য দুবাই নেওয়ার খবরটি ভিত্তিহীন। মেমন এক টুইটে বলেন, প্রেসিডেন্ট জারদারিকে দুবাই নেওয়ার খবরটি সঠিক নয়। ইনশাআল্লাহ, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি প্রেসিডেন্টকে সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও প্রেসিডেন্টের স্বাস্থ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। 

৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট জারদারি গত কয়েক বছর ধরে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২২ সালের জুলাইয়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন, তবে তখন তার মধ্যে মৃদু লক্ষণ দেখা গিয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে একটি বিমান থেকে নামার সময় তার পায়ে আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৩ সালের মার্চে তিনি সংযুক্ত আরব আমিরাতে চোখের অপারেশন করান। 

২০২২ সালে তিনি বুকের সংক্রমণের জন্য করাচির একটি হাসপাতালে এক সপ্তাহ কাটান। তার ব্যক্তিগত চিকিৎসক তখন নিশ্চিত করেছিলেন যে তিনি সুস্থ আছেন। এর এক বছর আগে, অতিরিক্ত ভ্রমণের কারণে ক্লান্তি ও অবসাদে ভুগে তিনি করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।