যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর এক প্রতিবেদনে পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার যে দাবি করা হয়েছে, তাকে ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে চীনে নিযুক্ত ভারতীয় দূতাবাস। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ‘প্রিয় গ্লোবাল টাইমস, এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে দয়া করে আপনার তথ্য যাচাই করুন এবং উৎসগুলো পুনরায় খতিয়ে দেখুন।’

গ্লোবাল টাইমস দাবি করেছিল, পাকিস্তান বিমানবাহিনী ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তারা এ সংক্রান্ত প্রতিবেদনে ২০২১ ও ২০২৪ সালের পুরোনো দুটি দুর্ঘটনার ছবি ব্যবহার করেছে—যার একটি ছিল রাজস্থানে বিধ্বস্ত একটি মিগ-২৯ এবং অপরটি ছিল পাঞ্জাবের মিগ-২১।

ভারতীয় সরকার বলেছে, এসব পুরোনো ছবি ঘুরিয়ে-ফিরিয়ে ছড়ানো হচ্ছে, যা ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে বিভ্রান্তি তৈরির চেষ্টা। ভারত সরকারের তথ্য যাচাইকারী সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক এসব ভুয়া তথ্য শনাক্ত করেছে বলেও জানানো হয়।

ভারতীয় দূতাবাস আরও বলেছে, ‘কয়েকটি পাকিস্তানপন্থি এক্স অ্যাকাউন্ট অপারেশন সিঁদূর নিয়ে ভিত্তিহীন দাবি ছড়াচ্ছে। সংবাদমাধ্যম যখন এসব যাচাই না করেই ছাপে, তখন তা সাংবাদিকতার নীতিনৈতিকতার চরম লঙ্ঘন হয়ে দাঁড়ায়।’

এদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল ক্রুজ মিসাইল হামলার জন্য দেশটির সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রয়োগ করেছে।

ভারতের দাবি, ২২ এপ্রিল পহেলগামে পাকিস্তানি ও পাকিস্তানঘেঁষা জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবার সদস্যরা পর্যটকদের টার্গেট করে হত্যাকাণ্ড চালায়। সেখানে ২৬ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে ছিলেন একজন নেপালি নাগরিকও। এ ঘটনাকে ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতের মাটিতে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করে ভারত।

এছাড়া হত্যাকাণ্ডের সময় মাথায় গুলি করে ও পরিবারের সামনে অত্যন্ত নির্মমভাবে নিহতদের হত্যা করা হয় বলেও ভারতীয় বিবৃতিতে দাবি করা হয়েছে।

ভারতীয় বিবৃতিতে বলা হয়েছে, পহেলগাম হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পাকিস্তান সন্ত্রাসবাদ নির্মূলে কোনও বাস্তব পদক্ষেপ নেয়নি। বরং শুধু অস্বীকার ও অভিযোগে ব্যস্ত রয়েছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি