একটি কমিক বইয়ের ভবিষ্যদ্বাণীকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব জাপানের পর্যটন শিল্পে প্রভাব ফেলেছে। হংকং থেকে যাত্রী সংখ্যা হঠাৎ করে এতোটাই কমে গেছে যে, কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে।
এ বছর অভূতপূর্ব সংখ্যক পর্যটক জাপান সফর করেছে। এপ্রিল মাসে ৩.৯ মিলিয়ন ভ্রমণকারী জাপান সফর করেছে—যা এক মাসে সর্বোচ্চ রেকর্ড। তবে মে মাসে সেই সংখ্যা কমে যায়। সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে, বিশেষ করে হংকং থেকে আগত পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কমে গেছে।
হংকং-ভিত্তিক ভ্রমণ সংস্থা ঈজিএল ট্যুরসের প্রধান স্টিভ হিউয়েন বলেন, ‘একটি কমিক বই ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রলয় ভবিষ্যদ্বাণী ব্যাপক প্রভাব ফেলেছে।’ ওই কমিক বইয়ে লেখা রয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে একটি বিশাল ভূমিকম্প ও সুনামি জাপান ও আশপাশের দেশগুলোকে আঘাত হানবে।
হিউয়েন বলেন, ‘এই গুজবগুলো আমাদের ব্যবসার ওপর গুরুতর প্রভাব ফেলেছে।’ তিনি জানান, তার প্রতিষ্ঠানের জাপান-সংক্রান্ত ভ্রমণ অর্ধেকে নেমে এসেছে। তবে ছাড় ও ভূমিকম্প বীমা চালুর ফলে ‘জাপানগামী পর্যটকের’ সংখ্যা পুরোপুরি শূন্যে নেমে আসা থেকে রক্ষা পেয়েছে।
‘দ্য ফিউচার আই সো’ শিরোনামের কমিকটির লেখক রিও তাতসুকি। কমিকটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে এবং পরে ২০২১ সালে পুনর্মুদ্রিত হয়। তিনি গুজব প্রশমিত করার চেষ্টা করেছেন। প্রকাশকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তিনি ‘ভবিষ্যদ্বক্তা নন।’
প্রথম সংস্করণে ২০১১ সালের মার্চে একটি বড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল। ওই মাসেই জাপানের উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক দুর্ঘটনা ঘটে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়।
তবে অনেকেই সর্বশেষ সংস্করণকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে, ২০২৫ সালের ৫ জুলাই একটি বিশাল প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। যদিও তাতসুকি এই দাবি অস্বীকার করেছেন।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সাম্প্রতিক দিনে কিউশুর দক্ষিণ প্রান্তের দ্বীপগুলোতে নয়শোর বেশি ভূমিকম্প হয়েছে। যদিও সেগুলোর বেশিরভাগই ছিল ছোট মাত্রার কম্পন।
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গেলার ১৯৭১ সাল থেকে ভূমিকম্প বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, ‘বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দেওয়া অসম্ভব। আমার পুরো বৈজ্ঞানিক জীবনে যতগুলো পূর্বাভাস দেখেছি, তার কোনোটাই সঠিকভাবে মিলেনি।’
তারপরও হংকংভিত্তিক স্বল্পমূল্যের এয়ারলাইন গ্রেটার বে এয়ারলাইন্স বুধবার জানিয়েছে, তারা টোকুশিমা (জাপানের পশ্চিমাঞ্চল) রুটে কম যাত্রীর কারণে সেপ্টেম্বর থেকে ফ্লাইট স্থগিত রাখবে।
সূত্র: রয়টার্স