দালাই লামাকে নিয়ে চীন-তাইওয়ান সম্পর্কে উত্তেজনা

নির্বাসিত তিব্বতি আধ্যাত্মিক গুরু দালাই লামার তাইওয়ান সফর নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। তাইওয়ান দালাই লামাকে আমন্ত্রণ জানানোয় চীন-তাইওয়ান সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার চীন দালাই লামার তাইওয়ান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

চীনের তাইওয়ান বিষয়ক মুখপাত্র মা জিয়াগুয়াং নিয়মিত নিউজ ব্রিফিং এ বলেন, ‘দালাই লামা ধর্মের লেবাসে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালাচ্ছেন।’

জিয়াগুয়াং আরও বলেন, ‘তিব্বতের স্বাধীনতা চান এমন অনেকের তাইওয়ানকে দলে টানার দুরভিসন্ধি রয়েছে। তারা যে ধরনের অস্থিরতা তৈরি করতে সক্ষম তা চীন-তাইওয়ান সম্পর্কের ক্ষেত্রে হুমকি।’ 

মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লি সংসদ সদস্যদের বলেন, ‘যদি দালাই লামা তাইওয়ান সফরের ইচ্ছা প্রকাশ করেন তাহলে মন্ত্রণালয় থেকে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাই ইং-ওয়েন এখনও জানাননি, সরকার দালাই লামাকে শেষ পর্যন্ত সফরের অনুমতি দেবে কিনা। এর আগে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলেন দালাই লামা। 

দালাই লামাকে তাইওয়ানে আমন্ত্রণ দেশিটর শীর্ষ সংগীতশিল্পী ও চীনের কট্টর সমালোচক বলে পরিচিত ফ্রিডি লিম। গত জানুয়ারিতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে লিমের সহকারী কেনি চ্যাং রয়টার্সকে বলেন, ‘তাইওয়ানে দালাই লামার অনেক ভক্ত আছেন। লিম ধর্ম, দর্শনসহ নানা বিষয়ে আলোচনা করার জন্য দালাই লামাকে তাইওয়ানে আমন্ত্রণ জানিয়েছেন।’ 

নিজেদের স্বায়ত্তশাসিত দাবি করলেও তাইওয়ানকে চীন নিজের অংশ বলেই মনে করে। আর ৮০ বছরের দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী হিসেবে ঘোষণা করেছে। 

প্রসঙ্গত, ১৯৮৯ সালে নোবেল পুরস্কার বিজয়ী দালাই লামা ১৯৫৯ থেকে ভারতে নির্বাসিত রয়েছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমালোচনা করায় তাকে নির্বাসিত করা হয়। এ অবস্থায়, দালাই লামাকে সফরের অনুমতি নিয়ে তাইওয়ানের ক্ষমতাসীন স্বাধীনতাকামী ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি নিয়ে চীন উদ্বেগে রয়েছে। যদিও তাইওয়ানের প্রেসিডেন্ট  নিজেই জানিয়েছেন, তার সরকার চীনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

‘এক চীন’ নীতি প্রত্যাখ্যান করায় গত জুন থেকে তাইওয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে চীন। তখন থেকেই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছে। সূত্র: রয়টার্স

/ইউআর/এএ/