শান্তিতে নোবেলজয়ী চীনা লেখক লিও জিয়াওবো আর নেই

_96919646_c1855cad-3b42-4a76-8400-e8318393727dনোবেল শান্তি পুরস্কার জয়ী চীনের ভিন্নমতাবলম্বী লেখক লিও জিয়াওবো মারা গেছেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় সেনইয়াং নগরীর সরকার তার মৃত্যুর খবর জানিয়েছে। জিয়াওবো লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

সেনইয়াংয়ের ‘ব্যুরো অব জাস্টিস’ তাদের ওয়েবসাইটেএক বিবৃতিতে বলেছে, তার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল। ফলে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

চীনে মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কারের জন্য কাজ করে যাওয়া লিও ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

২০০৯ সালে রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল চীন সরকার।

চীনে আমূল রাজনৈতিক সংস্কারের দাবিতে অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ‘চার্টার ৮’ শীর্ষক একটি পিটিশনও সই করেছিলেন লিও।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, গুরুতর অসুস্থ হওয়ার পর গত মাসে তাকে সেনইয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের পৃথক বিবৃতিতেও মৃত্যুর কারণ ক্যান্সার হিসেবে নিশ্চিত করা হয়েছে।

তবে নরওয়ের নোবেল কমিটির প্রধান দাবি করেছেন, জিয়াওবোর মৃত্যুতে চীনা সরকারের দায় রয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/