যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের ৩০০ কোটি ডলারের শুল্কারোপ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে চীন। সোমবার এই শুল্ক বৃদ্ধির ঘোষণা করলো চীন। শুল্ক বৃদ্ধি আর্থিক পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চীনের শুল্কারোপে মার্কিন ওয়াইন ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে

চীন জানিয়েছে, মার্কিন শুল্ক বৃদ্ধির ফলে যে ক্ষতির মুখে পড়েছে তা সমন্বয় ও চীনের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল দেশটির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনও পদক্ষেপ মেনে নিবে না। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্য যুদ্ধ ভালো এবং যুক্তরাষ্ট্রের পক্ষে তাতে জয়ী হওয়া সহজ।

বিবিসি জানিয়েছে, শুল্কারোপ করা চীন থেকে আমদানিকৃত পণ্যের তালিকা প্রকাশ করতে যাচ্ছে ওয়াশিংটন। এছাড়া চীনের আরও কয়েকটি পণ্যের বিরুদ্ধে নতুন শুল্কারোপ হতে পারে। চীন সোমবারের ঘোষণাকে ট্রাম্পের শুল্কারোপের পাল্টা পদক্ষেপ হিসেবে ঘোষণা করলেও আগামীতে আরও শুল্ক বৃদ্ধি হতে পারে।

২২ মার্চ ডোনাল্ড ট্রাম্প চীন হতে আমদানিকৃত পণ্যের শুল্ক বৃদ্ধি করেন। এর আর্থিক পরিমাণ প্রায় ৬ হাজার ডলার।