উহানে এক মাস পর আবার নতুন সংক্রমণ

করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরু হওয়া চীনের উহান নগরে এক মাসেরও বেশি সময় পর  আবার নতুন সংক্রমণ ধরা পড়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে এই প্রথম শহরটিতে নতুন আক্রান্ত শনাক্ত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন শনাক্ত ব্যক্তির বয়স ৮৯ বছর। তার অবস্থা সংকটজনক বলে জানানো হচ্ছে। তিনি যে এলাকায় বাস করতেন সেখানে পুনরায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।  

wuhan

রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ‌১৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১২ জন দেশে আক্রান্ত হয়েছেন এবং দুই জন বিদেশ ফেরত। গত দশ দিনের মধ্যে প্রথমবার আক্রান্তের সংখ্যা দুই অংকে পৌঁছালো।

দেশে সংক্রমিত ১১ জন জিলিন প্রদেশের ও হুবেই প্রদেশের উহান শহরের। জিলিন প্রদেশের সীমান্ত উত্তর কোরিয়ার সঙ্গে।

চীনের সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯০১ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে করোনায় কোনও মৃত্যুর খবর জানানো হয়নি।

নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাওয়ার ফলে দেশটিতে দ্রুত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে।