করোনা ভ্যাকসিন: ক্লিনিক্যাল ট্রায়ালে আশার আলো দেখছে চীনা কোম্পানি

করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিন ক্যান্ডিডেটের মানবদেহে পরীক্ষার প্রথম ধাপে তা নিরাপদ ও কার্যকর হয়েছে বলে দাবি করেছে একটি চীনা কোম্পানি। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) রবিবার জানিয়েছে, তাদের করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ক্যান্ডিডেট ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যঞ্জক ফল এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

736713
সিএনবিজি’র বেইজিংভিত্তিক শাখা জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপে ১ হাজার ১২০ জনের দেহে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। তবে এই পরীক্ষার বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি।
দেশে ও বিদেশে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের আটটি ক্যান্ডিডেট মানবদেহে পরীক্ষার অনুমোদন পেয়েছে কয়েকটি চীনা কোম্পানি। এর ফলে করোনাভাইরাস মোকাবিলায় টিকা উদ্ভাবনের দৌঁড়ে সামনের সারিতে রয়েছে দেশটি।
সিএনবিজি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের সঙ্গে যুক্ত। এর আগে কোম্পানিটি জানিয়েছিল তারা আরেকটি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে পরীক্ষা করছেন। যা তাদের উহানভিত্তিক শাখার এই ক্যান্ডিডেটের ক্লিনিক্যাল ট্রায়ালে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।
ভ্যাকসিন উদ্ভাবনের তৃতীয় ধাপে কয়েক হাজার মানুষের দেহে পরীক্ষা চালানো হয়েছে। যাতে করে এটি মানুষের দেহে যে নিরাপদ তা নিশ্চিত হওয়া যায়।
এর আগে মঙ্গলবার সিএনবিজি জানিয়েছে, তাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটের তৃতীয় ধাপ সংযুক্ত আরব আমিরাতে চালানো হবে। তবে কতজন মানুষের দেহে পরীক্ষা চালানো হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।