প্রথম দিকের করোনা রোগীদের হাসপাতাল পরিদর্শন ডব্লিউএইচও দলের

চীনের উহান শহরে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতাল পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি তদন্ত দল। ভাইরাসটি কোন জায়গা থেকে ছড়িয়েছে তা শনাক্তে কাজ করা দলটি শুক্রবার ওই হাসপাতাল পরিদর্শন করেন। দিনের প্রথম ভাবে চীনা বিজ্ঞানীদের একটি দলের সঙ্গে বৈঠকের পর তদন্ত দলটি হুবেই প্রাদেশিক ইন্টিগ্রেটেড চাইনিজ অ্যান্ড ওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল পরিদর্শন করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে এর মূল উৎস কোথায় ও কীভাবে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়েছে তা স্পষ্ট নয়। এনিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করে আসছিলেন। আর চীনের তরফে দাবি করা হয়েছে, এই মহামারি সম্ভবত চীন, স্পেন, ইতালি অথবা যুক্তরাষ্ট্রের বাইরের কোনও দেশে শুরু হয়েছে। বেশ কয়েক মাস ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের আলোচনার পর সংস্থাটির বেশ কয়েকজন সদস্যকে চীন সফরের অনুমতি দেওয়া হয়ে। গত ১৪ জানুয়ারি ১৩ জন বিশেষজ্ঞের একটি দল উহানে পৌঁছায়। তাদের দু'সপ্তাহের কোয়ারেন্টিন শেষে তদন্ত কাজ শুরু করেছেন তারা।

শুক্রবার ডব্লিউএইচও তদন্ত দলটি যে হাসপাতালটি পরিদর্শন করেন, সেই হাসপাতালের রেসপাইরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরিচালক ঝ্যাং জিজিয়ান প্রথম করোনাভাইরাস শনাক্ত করেন বলে দাবি করে থাকে চীনা সংবাদমাধ্যম। বেইজিং কর্তৃপক্ষের দাবি ২০১৯ সালের শেষ দিকে এক বৃদ্ধ যুগলের সিটি স্ক্যান রিপোর্ট সাধারণ নিউমোনিয়ার সঙ্গে না মেলার পরই করোনাভাইরাস বলে তা শনাক্ত করেন ওই চিকিৎসক।

ডব্লিউএইচও তদন্ত দলের সদস্য পিটার দাসজাক টুইটার বার্তায় জানিয়েছেন, এই হাসপাতাল পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শনাক্ত হওয়া রোগীদের যারা চিকিৎসা দিয়েছেন তাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই হাসপাতালসহ পরীক্ষাগার, বাজার ছাড়াও আগামী দুই সপ্তাহ ধরে আরও কয়েকটি হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তাদের।