যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক শান্তি বিনষ্টের অভিযোগ চীনের

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফের আঞ্চলিক শান্তি বিনষ্টের অভিযোগ তুলেছে দেশটি।

মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার চীনা সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিজ উইলবার নিয়ে চীনকে শক্তি প্রদর্শন করে।

যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করেছে, নিয়মিত রুটিন ওয়ার্কের আওতায় তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী তাইওয়ান প্রণালীতে ইউএসএস ম্যাককেইন ডেস্ট্রয়ার পাঠায়। এরপর বুধবার ফের যুদ্ধজাহাজ পাঠানো হয়।

তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দিন দিন দ্বন্দ্ব জোরদার হচ্ছে। সূত্র: পার্স টুডে।