আরও আগ্রাসী আচরণ করছে চীন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চীনের বিরুদ্ধে বহির্বিশ্বে আরও আগ্রাসী আচরণের অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সিবিএস নিউজ-এর ৬০ মিনিটস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রবিবার অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

বেইজিং-এর সঙ্গে ওয়াশিংটনের সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়া সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ব্লিনকেন বলেন, এটি চীন কিংবা যুক্তরাষ্ট্র কারও স্বার্থের জন্যই অনুকূল নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গত বেশ কয়েক বছর ধরে যা প্রত্যক্ষ করেছি তা হলো চীন নিজ দেশে আরও নিপীড়নমূলক আচরণ করছে এবং বিদেশে তারা আরও আগ্রাসীভাবে কাজ করছে। এটি একটি বাস্তবতা।’

বেইজিং কর্তৃক শত শত বিলিয়ন ডলারের ইউএস ট্রেড সিক্রেট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যান্টনি ব্লিনকেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই আইপি ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বাস্তবসম্মত কারণ রয়েছে।

ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।