চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে নিহত ১৮, বেশিরভাগই শিশু

চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। হতাহতদের অনেকেই শিশু। সাত থেকে ১৬ বছর বয়সী এসব শিশুরা হেনান প্রদেশের ঝেনজিয়াং মার্শাল আর্ট সেন্টারে থেকে পড়াশুনা করতো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনে প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়। নিরাপত্তা নীতিমালা অনুসরণ না করার উদাহরণও রয়েছে। শুক্রবার অগ্নিকাণ্ডের পর মার্শাল আট স্কুলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ভোর তিনটায় অগ্নিকাণ্ডের সময় স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিলো। আহত শিক্ষার্থীদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উদ্বিগ্ন বাবামায়েরা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তাদের কোনও তথ্য দেওয়া হচ্ছে না এমনকি শিশুদের দেখতেও দেওয়া হচ্ছে না।

বেঁচে যাওয়া নয় বছর বয়সী এক শিশুর বাবা বলেন, ‘ঝেনজিংয়ে বাচ্চারা দিনের বেলায় পড়াশোনা এবং মার্শাল আর্ট চর্চা করতো আর রাতে থাকতো। কী কারণে আগুন লেগেছে তা জানি না।’ আরেক বাবা-মা রয়টার্সকে জানিয়েছেন সব তথ্যই আটকে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চীনের বিখ্যাত শাওলিন মন্দির হেনান প্রদেশে অবস্থিত। এখানেই চীনা মার্শাল আর্টের জন্ম। এখানকার কুংফু প্রশিক্ষণ শিবিরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে থাকে।