ট্রেনের ভেতর কোমর পানিতে আটকা পড়লেন যাত্রীরা

চীনের একটি সাবওয়ে ট্রেনে কোমর উচ্চতার পানিতে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে। মঙ্গলবার এই যাত্রীরা মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেংঝু যাচ্ছিলেন ট্রেনে। পথে ক্রমশ বাড়তে থাকা বন্যার পানিতে ট্রেনটিসহ যাত্রীরা আটকা পড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সম্প্রতি ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে হেনান প্রদেশে। বন্যা কবলিত হয়ে পড়েছে অনেক শহর। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত একজনের মৃত্যু ও দুজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ঝেংঝু শহরের পুরো সাবওয়ে ব্যবস্থা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ট্রেনের সিটে যাত্রীরা উঠে দাঁড়িয়ে চেষ্টা করছেন পানির ওপরে থাকার জন্য। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি ভূগর্ভস্থ টানেল ও ট্রেনে প্রবেশ করেছে।

জরুরি সেবার কর্মীরা স্থানীয় সময় সাড়ে আটটার (১২টা ৩৫ জিএমটি) সময় ঘটনাস্থলে হাজির হন এবং এক এক করে যাত্রীদের উদ্ধার করেন।

কতজন যাত্রী আটকা পড়েছেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে শিয়াওপেই নামের এক ব্যক্তি সহযোগিতার অনুরোধ জানিয়ে লিখেছেন, বগির পানি আমার বুক পর্যন্ত উঠে এসেছে। আমি এখন আর কথা বলতে পারছি না। 

হেনানের দমকল বিভাগ নিশ্চিত করেছে এই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পানির উচ্চতা কমে গেছে। 

শহরের কয়েকটি সাবওয়ে স্টেশনে পানি দেখা গেছে।

হেনান প্রদেশে ৯ কোটির বেশি মানুষের বসবাস। এবার সেখানে অস্বাভাবিক বৃষ্টির মওসুম দেখা দিয়েছে। ১৬ জুলাই হতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।