‘হাজার বছরের সর্বোচ্চ’ বৃষ্টিপাতে চীনে ২৫ জনের প্রাণহানি

চীনের হেনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে  অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের প্রাদেশিক রাজধানী ঝেংঝুতে একটি সাবওয়ে ট্রেনে পানি ঢুকে পড়ে মারা গেছেন মধ্যে ১২ জন যাত্রী। আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এমন বৃষ্টিপাত ‘হাজার বছরে একবার দেখা যায়’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রায় ১ লাখ মানুষকে ঝেংঝু থেকে সরানো হয়েছে। বন্যার পানিতে প্রদেশটির রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বাঁধগুলো সতর্কতার মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে। উদ্ধার অভিযানে কয়েক হাজার সেনা অংশগ্রহণ করছে।

একটি সাবওয়ে ট্রেনের টানেলে বন্যার পানি ঢুকে পড়লে ট্রেনে পাঁচ শতাধিক যাত্রী আটকা পড়েন। এদের মধ্যে ১২ যাত্রীর মৃত্যু হয়েছে। বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গত সপ্তাহে শুরু হওয়া টানা বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

আগামী তিন দিন হেনান প্রদেশে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পিপল’স লিবারেশন আর্মির ৫ হাজার ৭০০ সেনাকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে।

শনি থেকে বুধবার ঝেংঝুতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪.৩ ইঞ্চি। যা অঞ্চলটির বার্ষিক বৃষ্টিপাতের সমপরিমাণ।

ঝেংঝু আবহাওয়া ব্যুরো জানায়, তিন দিনের এই পরিমাণ বৃষ্টিপাত শুধু হাজার বছরে একবার দেখা যায়।

বিজ্ঞানীরা বলছেণ, যুক্তরাষ্ট্র ও কানাডার তাপপ্রবাহের মতো পশ্চিম ইউরোপ ও চীনের বৃষ্টিপাত অবশ্যই বৈশ্বিক উষ্ণতার সঙ্গে সম্পর্কিত।