‘পারমাণবিক হুমকি হিসেবে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন’

যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি হিসেবে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন। দ্রুত পারমাণবিক অস্ত্র উৎপাদনের মাধ্যমে নিজেদের এমন অবস্থানে নিয়ে যাবে তারা। শুক্রবার এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বর্তমানে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করছেন ইউএস এয়ার ফোর্সের লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়ার। এই স্ট্র্যাটেজিক কমান্ডই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার দেখভাল করে থাকে।

লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়ার বলেন, চীন সরকারিভাবে দাবি করে তারা ন্যূনতম পারমাণবিক প্রতিরোধ বজায় রাখতে চায়। কিন্তু তারা যেভাবে নিজেদের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন ঘটাচ্ছে তা এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে রাশিয়ার দিক থেকে যে হুমকি রয়েছে বেইজিং সেটিকে ছাড়িয়ে যাবে।