লিথুনিয়ায় তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস, চীনের হুমকি

লিথুনিয়ায় রিপ্রেজেন্টেটিভ অফিস খুলেছে তাইওয়ান। একে ডি ফ্যাক্টো দূতাবাস হিসেবে উল্লেখ করা হয়েছে। হুমকি দিয়ে চীন বলছে, লিথুনিয়াকে এর পরিণতি ভোগ করতে হবে।

যতই দিন গড়াচ্ছে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সমস্যা যেন বাড়ছে। লিথুনিয়ায়  তাইওয়ান অফিস খোলায় সংকট নতুন করে মোড় নিয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান বলেন, দেশটিতে তাইওয়ানের অফিস খোলা জঘন্য কাজ।

তিনি বলেন, ‘তাইওয়ানের তথাকথিত প্রতিনিধি অফিস খুলেছে লিথুনিয়ায়। এটি জঘন্যতম কাজ। চীনের অভ্যন্তরীণ ইস্যুতে স্পষ্ট হস্তক্ষেপ। শুধু অপেক্ষা করুন, জবাবে বেইজিং কি পদক্ষেপ নেয়। লিথুনিয়াকে অবশ্যই ভুলের খেসারত দিতে হবে’।

তাইওয়ানকে নিজেদের স্বায়ত্বশাসিত বিচ্ছিন্ন ভূখণ্ড দাবি করে থাকে বেইজিং। যদিও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে। 

তাইপে স্থানীয় সময় বৃহস্পতিবার ঘোষণা করে, তারা বাল্টিক রাজ্যে আনুষ্ঠানিকভাবে অফিস খুলেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিথুনিয়ায় তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস খোলার ফলে যৌথ সম্পর্কের জন্য নতুন এবং প্রতিশ্রুতিবদ্ধ অধ্যায় শুরু হবে। বিশেষ করে প্রযুক্তিতে সহযোগিতার বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের রিপ্রেজেন্টেটিভ অফিস খুলে ট্রাম্প প্রশাসন।