চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলীয় সাংবাদিকের বিচার শুরু

অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেই এর বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিচার শুরু করেছে চীন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে তাকে নির্দোষ দাবি করে আসছে তার পরিবার।

চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক চেং লেই চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে (সিজিটিএন) কর্মরত ছিলেন। ২০২০ সালের আগস্টে তাকে গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে বারবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার চীনের একটি রুদ্ধদ্বার আদালতে শুরু হয়েছে চেং লেই এর বিচার। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার। তিনি জানান, তাকে এবং অস্ট্রেলিয়ার অন্য কর্মকর্তাদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিবেচনায় চীনের আদালত প্রায়ই বহিরাগতদের প্রবেশের অনুমতি দেয় না।

গ্রাহাম ফ্লেচার বলেন, ‘এটা গভীর উদ্বেগের, অসন্তোষজনক এবং দুঃখজনক। গোপনীয়তার সঙ্গে চলা কোনও প্রক্রিয়ার বৈধতার ওপর আমরা আস্থা রাখতে পারি না।’ তিনি বলেন, চেং লেই এর অধিকার এবং স্বার্থের পক্ষে জোরালো অবস্থান বজায় রাখবে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে আকস্মিকভাবে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যান চেং লেই। আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চীনা কর্তৃপক্ষ জানায় তাকে নিজ বাড়িতে নজরবন্দি রাখা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

সূত্র: বিবিসি