অপেক্ষার অবসান, পর্যটকদের জন্য সীমান্ত খুললো চীন

২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের উপত্তি হয়েছিল চীনের উহান থেকে। এরপরই পুরো বিশ্ব দাপট দেখেছে প্রাণঘাতী করোনার। সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের মার্চে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় চীন। প্রায় তিন বছরের মাথায় আবারও সীমান্ত খুলে দিলো দেশটির সরকার।

এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানোনো হয়েছে, ভ্রমণকারীদের জন্য আর কোয়ারিন্টিনের প্রয়োজন হবে না। চীনে করোনার সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই এ সিদ্ধান্ত নিলো শি জিনপিং সরকার। 

তবে চীনে ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল দেখাতে হবে পর্যটকদের।

নতুন সিদ্ধান্তের ফলে হংকং, বেইজিং এবং জিয়ামেন শহরগুলোয় ফ্লাইটের দীর্ঘ সারি দেখা যাবে আগামী কয়েকদিন। দেশটির সরকার ধারণা করছে, চীনের মূল ভূখণ্ডে ৪ লাখ লোক ভ্রমণ করবে।

এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'কয়েক বছর ধরে তার বাবা-মাকে দেখিনি। একজন কোলন ক্যানসারে ভুগছেন। তাদের সঙ্গে দেখা করতে পারবো, এ জন্য আমি খুবই খুশি।' সূত্র: বিবিসি