সুইডেনে গ্রেনেড হামলায় ৮ বছরের ব্রিটিশ শিশু নিহত

সুইডেনের গুটেনবার্গ শহরে একটি অ্যাপার্টমেন্টে ছোড়া গ্রেনেড বিস্ফোরণে আট বছরের এক ব্রিটিশ শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শিশু ইউসুফ ওয়ারসেম বাড়ি যুক্তরাজ্যের বার্মিংহামে। সুইডেনের আত্মীয়দের কাছে বেড়াতে গিয়েছিল সে।

গুটেনবার্গ পুলিশ জানায়, বিসকোপসগার্টেন এলাকায় একটি ফ্ল্যাটে ঘুমাচ্ছিল ইউসুফ। এ সময় সেখানে একটি গ্রেনেড ছোড়ে মারা হয়। গ্রেনেডটি বিস্ফোরিত হলে ইউসুফ আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিস্ফোরণের সময় ওই ফ্ল্যাটে অন্তত ৫টি শিশু ও বেশ কয়েক জন প্রাপ্ত বয়স্ক মানুষ ছিলেন।

ইউসুফের সঙ্গে তার মা, বোন ও ভাই ছিলেন রুমের মধ্যে। তবে তারা সামান্য আহত হয়েছেন।

অপরাধ জগতের দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ জানায়, একটি ভয়াবহ বন্দুকযুদ্ধের মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তি ওই এলাকায় বাস করে বলে নিবন্ধন করা হয়েছে।

পুলিশের মুখপাত্র থমাস ফুক্সবর্গ বলেন, আমাদের খতিয়ে দেখতে হবে এ সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র আছে কিনা। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, যোগসূত্র থাকতে পারে। সূত্র: বিবিসি।

/এএ/