জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে প্যারিসে কিশোর গ্রেফতার

nonameজঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে প্যারিসে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। পূর্ব প্যারিসে বসবাসরত এ কিশোরকে শনিবার গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে এপ্রিল মাস থেকেই ওই কিশোরকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপিকে এক পুলিশ সূত্র জানিয়েছে, ফ্রান্সের রাজধানীর একটি জনসমাগমস্থলে হামলার পরিকল্পনাকারী সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, সিরিয়া থেকে ফ্রান্সে হামলার নির্দেশে কাজ করছিল ওই কিশোর।

অপর একটি সূত্র জানিয়েছে, ওই কিশোর ফ্রান্সের সন্দেহভাজন জঙ্গি রাশিদ কাসিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। এনক্রিপ্টেড টেলিগ্রাম বার্তা পাঠানোর অ্যাপসের মাধ্যমে এ যোগাযোগ রাখছিল সে।

গত রবিবার নটর ডেমের নিকটে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি প্রা্ইভেটকার উদ্ধার করে পুলিশ। আইএস প্যারিসের রেল স্টেশনে হামলা চালানোর জন্যই এগুলো আনা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনার পর চার নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীর সঙ্গে কাসিমের যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, রবিবার ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন, দেশটির অন্তত ১৫ হাজার মানুষ জঙ্গিবাদে ঝুঁকে পড়েছেন। এর আগে সরকার জানিয়েছিল এ সংখ্যা দশ হাজার হতে পারে। প্রধানমন্ত্রী জানান, এর মধ্যে সিরিয়া ও ইরাক ফেরত জিহাদির সংখ্যা অন্তত ৭০০ জন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/