বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তিন লাখ ইউরো সহায়তা দেবে ইইউ





_93162145_mediaitem93162144প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় তিন লাখ ইউরো বা আড়াই কোটি সমপরিমাণ অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার ইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে বলে বিবিসি বাংলা।

বিজ্ঞপ্তিতে ইইউ জানিয়েছে, এই অর্থ সহায়তায় বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে আশ্রয় নেওয়া নতুন প্রায় সাড়ে সাত হাজার রোহিঙ্গা শরণার্থী সরাসরি উপকৃত হবে।
এ বিষয়ে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ বা ইসিএইচও'র প্রধান রোমান ম্যাচের বলেছেন, ‘সম্প্রতি নাফ নদী পেরিয়ে বাংলাদেশে যে রোহিঙ্গা পরিবারগুলো আশ্রয় নিয়েছে তারা সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারেনি। এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো খুব জরুরি।’
তিনি আরও বলেন, ‘ইউরোপীয় কমিশন থেকে দেওয়া সহায়তা কেবলমাত্র রোহিঙ্গাদের জরুরি প্রয়োজনই মেটাবে না বরং মানসিকভাবেও তাদের সাহায্য করবে।’
ইউরোপীয় ইউনিয়ন জানায়, রোহিঙ্গাদের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা, থাকার ব্যবস্থা, নিরাপদ পয়নিষ্কাশণ পদ্ধতি ও গরম কাপড় সরবরাহ করা হবে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে শরণার্থীদের মধ্যে সবচেয়ে নাজুক জনগোষ্ঠিকে নগদ সহায়তাও দেওয়া হবে।
অত্যাচার-নির্যাতন পরবর্তী মানসিক পরিস্থিতি সামাল দিতেও পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: বিবিসি বাংলা।
/এএ/