ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মেরকেলের লড়াইয়ের ডাক

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখছেন মেরকেলগত বছরের ডিসেম্বরে বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে এক সন্ত্রাসী ট্রাক হামলায় প্রাণ হারান ১২ জন। তার প্রতিক্রিয়ায় ইসলামি সন্ত্রাসবাদকে জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যা দেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। এবার ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিলেন তিনি। এজন্য রাশিয়ার সঙ্গে কাজ করাকে গুরুত্বপূর্ণ বললেন মেরকেল।

অবশ্য রাশিয়ার সঙ্গে ইউরোপের বন্ধনটা এখনও বেশ চ্যালেঞ্জিং মনে করেন মেরকেল। শনিবার ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিতিতে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই এমন একটি জায়গা যেখানে আমাদের আগ্রহ একই। আমরা এখানে একসঙ্গে কাজ করতে পারি।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৭টি দেশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া সমালোচনাকারী মেরকেল আরও উল্লেখ করেন, সন্ত্রাসবাদের উৎস ইসলাম নয়। ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম দেশগুলোকে সঙ্গে পাওয়া খুব কঠিন ছিল বলেন তিনি।

/এফএইচএম/