হিটলারের সেই ‘বিধ্বংসী’ টেলিফোন বিক্রি হলো প্রায় ২ কোটি টাকায়

হিটলারের সেই লাল টেলিফোনদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি নেতা এডলফ হিটলারের ব্যবহার করা লাল টেলিফোনটি নিলামে বিক্রি হলো। গত রবিবার যুক্তরাষ্ট্রে নিলামে তোলা হয় ‘বিধ্বংসী’ ফোনটি। যুদ্ধ চলাকালে এই ফোনের মাধ্যমেই নির্দেশনা দিতেন হিটলার।

প্রায় দুই কোটি টাকায় এ ফোনটির নতুন মালিক পাওয়া গেছে। ১ কোটি ৯৫ লাখ ৭৫০ টাকা বা ২ লাখ ৪৩ হাজার ডলারে এ ফোনটি কে কিনেছেন তা উন্মোচন করা হয়নি।

হিটলারের নাম ও স্বস্তিকা খোদাই করা এই লাল ফোনটি ১৯৪৫ সালে বার্লিন বাঙ্কার থেকে উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতনের পর সোভিয়েত সেনা সদস্যরা উদ্ধার করা ওই টেলিফোন সেটটি মিত্রতার নিদর্শন হিসেবে ব্রিটিশ কর্মকর্তা রালফ রেইনারকে উপহার দিয়েছিলেন। রালফের ছেলে এই ফোনটি বিক্রি করার পর বিভিন্ন হাত ঘুরে তা পৌঁছায় নিলাম আয়োজক প্রতিষ্ঠান আলেক্সান্ডার হিস্টোরিক্যাল অকশনের কাছে।

গত শুক্রবার আয়োজক প্রতিষ্ঠানটি ম্যারিল্যান্ডের চেসাপিকে সিটিতে নিলামটি অনুষ্ঠিত হওয়ার কথা জানায়। নিলামের ডাক শুরু হয়েছিল ১ লাখ ডলার থেকে। আয়োজকরা এই নিলাম থেকে ৩ লাখ ডলার পাবেন বলে প্রত্যাশা করেছিলেন।  

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসকে আলেক্সান্ডার হিস্টোরিক্যাল অকশনের কর্মকর্তা বিল পানাগোপুলস বলেছেন, ‘এই ফোনটি নিজেই এক মারণাত্মক সমরাস্ত্র। কারণ হিটলার ওই ফোনের মাধ্যমে যুদ্ধের নির্দেশনা দিয়েছেন। আর এতে বহু মানুষের প্রাণহানি ঘটে।’ সূত্র- সিএনএন নিউজ

/এফএইচএম/