মধ্যপন্থী ফিলিপকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ফরাসি প্রেসিডেন্ট

মধ্যপন্থী ফিলিপকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ফরাসি প্রেসিডেন্টফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী এদোয়ার্দ ফিলিপকেই বেছে নিয়েছেন। সোমবার ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্ম দিবসে এ নিয়োগ দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

বন্দর নগরী লি হাভরে-এর মেয়র এদোয়ার্দ ফিলিপ। মধ্যপন্থী এ আইনপ্রণেতার বয়স ৪৬ বছর। তিনি সংস্কারপন্থী দ্য রিপাবলিকান দলের নেতা। ফিলিপকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ফলে আরেকজন সাবেক সমাজতন্ত্রীকে দলে ভেড়ালেন ম্যাখোঁ।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেসের সেক্রেটারি জেনারেল অ্যালেক্সিস কোহলার প্রধানমন্ত্রী হিসেবে ফিলিপের নাম ঘোষণা করেছেন।

এই নিয়োগটি ম্যাখোঁ’র জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আগামী মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে তাকে। তা না হলে তার অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ফিলিপ ম্যাখোঁর দল লা রিপাবলিক এন মার্চে-র সদস্য নন। কিন্তু তিনিও মধ্যপন্থী বলে পরিচিত। আর বিরোধী রক্ষণশীলদের মোকাবিলায় ম্যাখোঁ তার শিবিরে গুরুত্বপূর্ণ মধ্যপন্থীদের নিয়ে আসতে চান।

এদিকে, দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই বিদেশ সফরে জার্মান যাচ্ছেন নতুন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকটি ফলপ্রসু হবে। কারণ ম্যাখোঁ নিজেও ইউরোপীয় ইউনিয়নের সমর্থক।

ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে মাত্র ৩৯ বছর বয়সে রবিবার দায়িত্ব নিয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ। এলিসি প্যালেসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব নেন। ম্যাখোঁ এর আগে কোনও নির্বাচনে অংশ গ্রহণ করেননি। মাত্র এক বছর আগে তিনি দলটি গঠন করেছেন। সূত্র: দ্য টেলিগ্রাফ, বিবিসি।

/এএ/