এমপিদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

p057nhqlফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির সংসদ সদস্যের সংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে ফেলতে চান বলে জানিয়েছেন। সোমবার ঐতিহাসিক ভার্সেইলে প্রাসাদে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন তিনি।

ভাষণে ফরাসি প্রেসিডেন্ট জানান, সংসদ সদস্যের সংখ্যা কমিয়ে আনার সরকার আরও কার্যকর হবে এবং ফ্রান্সকে এক বৈপ্লবিক পথে অগ্রসর করবে।

ম্যাক্রোঁ জানান, চলতি বছর প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে তিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন। তবু যদি সংসদে এক বছরের মধ্যে তার এই প্রস্তাব পাস না হয় তাহলে তিনি গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেবেন।

৯০ মিনিটের ভাষণে ৩৯ বছরের এই নেতা ফ্রান্সের সামষ্টিক মর্যাদা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, অতীতে ফলাফলের চেয়ে গুরুত্ব পেয়েছে পদ্ধতি, উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে নিয়ম, সমতার জায়গা নেয় জনগণের পকেটের অর্থ।

ম্যাক্রোঁর প্রস্তাব পাস হলে দেশটির জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ৫৭৭ থেকে কমে দাঁড়াবে ৩৮৫ জন। আর সিনেটের সদস্য সংখ্যা ৩৪৮ এর জায়গায় হবে ২৩২ জন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজের লক্ষ্য থেকে সরে গেছে বলে উল্লেখ করেন ম্যাক্রোঁ। তিনি আরও বলেন, ফ্রান্সের নির্বাচনি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যাতে করে সমানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় এবং সরকারে আরও বেশি কণ্ঠ যুক্ত হয়।

ম্যাক্রোঁ জানান, প্যারিসের সন্ত্রাসী হামলার পর থেকে জারি হওয়া জরুরি অবস্থা শরতের পর প্রত্যাহার করা হবে। সূত্র: বিবিসি।

/এএ/