আইফেল টাওয়ারে ছুরিসহ এক ব্যক্তি আটক

_97229180_mediaitem97229179ফ্রান্সের ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারে ছুরিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।

প্যারিস পুলিশ জানায়, ছুরিহাতে ব্যক্তিকে আটকের পর টাওয়ার থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়। আটক ব্যক্তির গায়ে ফরাসি ফুটবল দল প্যারিস সেইন্ট-জর্মেই (পিএসজি) ক্লাবের টি-শার্ট পরা ছিল। আল্লাহু আকবার চিৎকার করতে শোনা গেছে।

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের পিএসজিতে যোগদান উপলক্ষে পুরো আইফেল টাওয়ারে আলোকসজ্জা করা হবে।

ফরাসি প্রসিকিউটর আটক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তির বক্তব্য সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। এছাড়া ছুরি হাতে ওই ব্যক্তির উপস্থিতি ছিল উগ্রপন্থী।

অজ্ঞাত একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বয়স ১৯ বছর এবং মানসিক সমস্যা রয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এক সেনা সদস্যকে হামলার কথা জানিয়েছে। ইসলামিক স্টেট (আইএস)-র সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছে আটক ব্যক্তি।

২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০জন নিহতের পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/