বার্সেলোনায় হামলাকারীদের কাছে ১২০টি গ্যাস ক্যানিস্টার ছিল: পুলিশ

_97454445_041131430-1বার্সেলোনায় দুটি সন্ত্রাসী হামলা চালানো চক্রের কাছে ১২০টি গ্যাস ক্যানিস্টার ছিল। গাড়ি হামলায় এসব ক্যানিস্টার ব্যবহার করার পরিকল্পনা হামলাকারীদের। রবিবার স্পেনের পুলিশ এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে আলকানার শহরে একটি সন্ত্রাসী চক্রকে নিষ্ক্রিয় করার পর একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব গ্যাস ক্যানিস্টার উদ্ধার করা হয়।

কাতালান পুলিশ প্রধান জোসেফ লুইস ট্রাপেরো বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ দুটি সন্ত্রাসী হামলার তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, তাদের ধারণা ওই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সংখ্যা ছিল ১২ জন। ছয় মাস ধরে হামলার পরিকল্পনা করছিল চক্রটি।

পুলিশ প্রধান জানান, লাস রামব্লাস এলাকায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে ১৩জন হত্যাকারী এখনও পলাতক রয়েছে। এ পর্যন্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পলাতক থাকা গাড়ির চালকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। মরক্কো বংশোদ্ভূত ইউনুস আবুইয়াকুব (২২) লাস রামব্লাসে হামলায় গাড়ি চালক ছিল।

১৭ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দিলে ১৩জন নিহত হন। এ হামলার পর ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার চেষ্টা করা হলে সেখানে পুলিশের গুলিতে মোট ৫ ব্যক্তি নিহত হয়। এখানে আহত এক নারীর পরে মৃত্যু হয়। সূত্র: বিবিসি।

/এএ/