স্পেনের নিয়ন্ত্রণ রুখে দেওয়ার অঙ্গীকার কাতালোনিয়ার

স্পেন কর্তৃক কাতালোনিয়ার বহিষ্কৃত নেতা কার্লোস পুইজমেন্ট মাদ্রিদের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক বিরোধিতার আহ্বান জানিয়েছেন। কাতালোনিয়ার সায়ত্বশাসন কেড়ে নিতে স্পেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি অঙ্গীকার করেছেন মুক্ত দেশ গড়তে কাজ চালিয়ে যাবেন তিনি। শনিবার কাতালোনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুইজমেন্ট এই অঙ্গীকার করেন।

টিভিতে প্রচারিত ভাষণে পুইজমেন্ট স্বাধীনতার ঘোষণার বিবরণ দেন এবং শুক্রবারকে গণতান্ত্রিক ও নাগরিক সচেতনার দিন হিসেবে আখ্যায়িত করেন।

পুইজমেন্ট জানান, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ দেশটির জনগণের আকাঙ্ক্ষাবিরোধী। জনগণ ভালো করেই জানে গণতান্ত্রিক ব্যবস্থায় তারাই প্রেসিডেন্ট নির্বাচন বা অপসারণ করে।

শুক্রবার কাতালোনিয়ার সংসদ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। এরপর স্পেন কাতালোনিয়ার সায়ত্বশাসন বাতিল করে শাসনভার গ্রহণ করে। এর আগে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী কাতালোনিয়া পুলিশের দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং কাতালোনীয় নেতা পুইজমেন্টকে বরখাস্ত করেন। একই সঙ্গে আগাম আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী।

সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই পুরো প্রক্রিয়ার দায়িত্ব স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি।