শি’র মন জয়ে ম্যাক্রোঁ’র ‘ঘোড়া কূটনীতি’

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর মন জয় করতে প্রচলিত ধারা ভেঙেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার চীনে পৌঁছে শি’কে তিনি ফ্রান্সের অভিজাত রিপাবলিকান গার্ডের একটি ঘোড়া দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

এমানুয়েল ম্যাক্রোঁ

তিনদিনের সফরে চীন রয়েছেন ম্যাক্রোঁ। শুরুতে তিনি জিয়ান প্রদেশ সফর করেছেন। এখানে স্ত্রী ব্রিগিটসহ টেরাকোটা আর্মির দফতর পরিদর্শন করেন। এখানে তিনি সিনো-ফ্রেঞ্চ সম্পর্কের অতীত ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

নমনীয় কূটনীতির প্রতীক হিসেবে ম্যাক্রোঁ ৮ বছরের ভেসুভিয়াস বলে পরিচিত প্রেডিসেন্টের বিশেষ বাহিনীর ঘোড়া শি-কে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্টের ক্ষেত্রে উপহার হিসেবে অভিজাত ঘোড়া বিষয়টি অপ্রত্যাশিত। ২০১৪ সালে প্যারিস সফরের সময় শি নিজেই ঘোড়ার প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন।

এই প্রথম ফ্রান্স এই ধরনের কোনও অভিজাত ঘোড়া কোনও রাষ্ট্র প্রধানকে উপহার দেওয়ার ঘোষণা দিলো। ধারণা করা হচ্ছে চীনের ‘পান্ডা কূটনীতি’র জবাবে ম্যাক্রোঁ এই ঘোড়া কূটনীতির দ্বারস্থ হচ্ছেন। সূত্র: রয়টার্স।