গ্যাস নিয়ে বিবাদ মিটিয়ে নিল রাশিয়া-তুরস্ক, পাইপলাইন স্থাপনে নতুন চুক্তি

রুশ রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, শনিবার সংস্থাটি তুর্কি সরকারের সঙ্গেএকটি নতুন গ্যাস পাইপলাইন স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে তারা তুর্কি প্রতিষ্ঠান বোটাসের সঙ্গে গ্যাস সরবরাহ নিয়ে থাকা বিরোধও মিটিয়ে নিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, নির্মিয়মান গ্যাস পাইপলাইনটির নাম টার্কস্ট্রিম। পাইপলাইনের যে অংশটি স্থলভাগে রয়েছে সে অংশটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে গ্যাজপ্রম। তারা আশা করে, টার্কস্ট্রিমের স্থলভাগে থাকা অংশের কাজ দ্রুতই শুরু করা যাবে।gazprom

পাইপলাইনটি চালু হয়ে গেলে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য সরবরাহ পথ হিসেবে ইউক্রেনের ওপর নির্ভরতা কমবে রাশিয়ার। তুরস্ক রুশ প্রতিষ্ঠানটিকে গ্যাস পাইপলাইন নির্মাণের অনুমতি দিতে বেশ সময় নিয়েছে। রয়টার্সকে একটি সূত্র গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিল, বোটাস ও গ্যাজপ্রমের মধ্যে মূল্য ছাড়ের বিষয়ে সমঝোতা হচ্ছিল না, যা অনুমতি দেওয়ার বিষয়টিকে বিলম্বিত করেছে। শনিবার ওই তথ্যের সমর্থনেই কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার ভাষ্য, রাশিয়া ও তুরস্ক একটি চুক্তি সম্পাদন করেছে, যা ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। চুক্তি বলে, রাশিয়ার কাছ থেকে কেনা গ্যাসে ১০.২৫ শতাংশ হারে মূল্য ছাড় পাবে তুরস্ক।

ইউরোপে গ্যাস সরবরাহের জন্য সরবরাহ পথ হিসেবে ইউক্রেনের ওপর থেকে নির্ভরতা কমাতে সম্প্রতি জার্মানির সঙ্গেও পাইপলাইন বিষয়ে সমঝোতা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল দুই দেশের মধ্যে গ্যাস সরবরাহের জন্য নির্ধারিত নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছেন। ওই পাইপলাইন দিয়ে রাশিয়ার ভাইবর্গ থেকে জার্মানির গ্রিফসওয়াল্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। নর্ড স্ট্রিম ২ বাস্তবায়নে রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রমকেই সমর্থন করেছে জার্মানি।