ইউক্রেনকে ২০ কোটি ডলার সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনকে ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে, যাতে যুদ্ধবিধ্বস্ত দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে পারে। বার্তাসংস্থা এএফপি লিখেছে, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তা ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।2594cea474cadbc94b4f7702d276ccd44a526722

ইউক্রেনের সংকটের মূল কারণ দেশটির বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে রুশ ভাষাভাষী জনগোষ্ঠী স্বাধীনতার দাবিতে আন্দোলন করছেন। তারা মূলত পূর্বাঞ্চলের ডনেটস্ক ও লুগানস্কার অধিবাসী। ২০১৪ সালের এপ্রিলে ক্রিমিয়া দখলে নেওয়ার পর থেকে মস্কো সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ঘটা সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে।

পেন্টাগন দাবি করেছে, তারা যে অর্থ ইউক্রেনকে দিচ্ছে তা প্রাণঘাতী নয় এমন প্রকল্পর খরচ করার বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ ইউক্রেনকে ওই তহবিল চলমান প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পরিস্থিতি সম্পর্কে আরও সজাগ থাকার প্রকল্প,  যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ রাখা, সেনাবাহিনীর মোতায়েন দ্রুততর করার বিষয়টি নিশ্চিত করা,  রাতের বেলা দেখতে পাওয়া যায় এমন চশমার ব্যবহার  এবং সামরিক চিকিৎসার সহায়তার জন্য খরচ করতে হবে।