আর্মেনিয়ার নির্বাচনে বিশাল জয় পেলেন প্রধানমন্ত্রী নিকোল

আর্মেনিয়ার আগাম পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। রবিবার নির্বাচনে নিকোলের জোট ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

_104703925_pashinyan

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এপ্রিলে একটি শান্তিপূর্ণ বিপ্লবের নেতৃত্ব দেন সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা পাশিনিয়ান। নির্বাচনে জয়ের ফলে দেশটির পার্লামেন্টে এখন তার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর ফলে তিনি দুর্নীতি দমন ও অর্থনীতি সংস্কারের উদ্যোগগুলো বাস্তবায়নে কঠোর হতে পারবেন।

রবিবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচন কমিশনের মতে, ভোটারদের উপস্থিতির হার ছিল ৪৯ শতাংশ।

অতীতে আর্মেনিয়ার নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ছিল স্বাভাবিক বিষয়। তবে এবার পর্যবেক্ষকরা ভিন্নরকম নির্বাচন হয়েছে বলে আশাবাদী।

পাশিনিয়ানের জোটের প্রধান বিরোধীরা মাত্র ৮ শতাংশ ভোট পেয়েছে। আরেকটি দল ব্রাইট আর্মেনিয়া পেয়েছে ৬ শতাংশ ভোট। জাতীয় পরিষদে প্রবেশের জন্য প্রতিটি দলকে ন্যূনতম ৫ শতাংশ ভোট পেতে হয়। ১০১টি আসনের পার্লামেন্টে বিরোধীদের ৩০ শতাংশ আসন থাকতে হয়।