সুগন্ধির বিপণনে পুতিনের মুখ, অনুমতি দেয়নি ক্রেমলিন

বোতলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি ব্যবহার করে সুগন্ধি বাজারজাত করার অনুমতি দেওয়া হয়নি। শুধু সুগন্ধি নয়, কোনও বাণিজ্যিক পণ্যে তার নাম ব্যবহারের অনুমতি নেই বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ সংবাদসংস্থা স্পুতনিক লিখেছে, পুতিনের মুখের ছবি ব্যবহার করে একটি সুগন্ধির বোতলে লেখা হয়েছে, ‘ভ্লাদিমির পুতিনের দ্বারা অনুপ্রাণিত।’qwerty

পুতিনের ভাবমূর্তিকে পুঁজি করে বাজারে সুগন্ধি ছেড়েছিল একটি রুশ প্রতিষ্ঠান। ‘লিডার্স নাম্বার ওয়ান’ নামের সুগন্ধিটি বাজারে ছাড়া হয় লেবু, জাম, দেবদারু, কস্তূরীসহ বিভিন্ন সৌরভে। এটি ২০১৫ সালে প্রথম বাজারে এসেছিল। সুগন্ধিটির বিক্রি শুরু হয় মস্কোর জিইউএম নামের ডিপার্টমেন্টাল স্টোরে।

প্রথমবার ছাড়া হয়েছিল লিমিটেড এডিশনের দুই হাজার বোতল সুগন্ধি। সুগন্ধিটিতে প্রেসিডেন্ট পুতিনের মুখের ছবি রয়েছে। সেই সঙ্গে লেখা, ‘ভ্লাদিমির পুতিনের দ্বারা অনুপ্রাণিত।’ এর একে একটি শিশির দাম ছিল প্রায় ২৬৮ ডলার। বোতলে থাকত ১০০ মিলিলিটার সুগন্ধি।

দুই বছর পর সুগন্ধিটির প্রস্তুতকারক বাজারে ছাড়ে নারীদের জন্য বিশেষ সুগন্ধি। এবার বোতলে লেখা হয় ‘লিডার্স রাশিয়ান ওম্যান।’ নারীদের জন্য তৈরি সুগন্ধি তৈরি করা হয়েছে গোলাপ, লাইলাক, চন্দনসহ বিভিন্ন সৌরভে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, পুতিনের নাম বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনও অনুমতি দেওয়া হয়নি।