পর্যটককে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় ফরাসি পুলিশের ২ সদস্য

ফ্রান্সে এক কানাডীয় নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফরাসি পুলিশের দুই সদস্যের বিচার শুরু হয়েছে। সোমবার মামলাটির বিচার শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এখবর জানিয়েছে।

WireAP_4c8b2b0ae3f2415e8974a9f4ad1ff4e2_16x9_1600

অভিযুক্ত দুই পুলিশ সদস্য বিআরআই বাহিনীর সদস্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি গন্তব্যে এক কানাডীয় নারীকে ধর্ষণ করেছেন।

নিপীড়নের শিকার নারী জানান, ২০১৪ সালের এপ্রিলে শেন নদীর তীরে একটি আইরিশ পানশালায় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। ওই পুলিশ সদস্যরা তাকে সদর দফতর রাতে ঘুরে দেখার আমন্ত্রণ জানান। সেখানে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়।

বিচারকরা মামলা প্রথমে খারিজ করে দিয়েছিলেন। কিন্তু প্যারিসের প্রসিকিউটর এবং ওই নারীর আপিলের পর মামলাটির বিচার সোমবার শুরু হয়।

বিচারে দোষী সাব্যস্ত হলে ওই দুই পুলিশ কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড হতে পারে।